পৃথক দুই খুনের মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার
ময়মনসিংহ সদর উপজেলার চুরখাইয়ে তানজিল (২৫) হত্যা মামলায় এক যুবককে এবং তারাকান্দায় পরকীয়ার জেরে বাবুল মিয়া (৪০) হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে স্বামী-স্ত্রীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তানজিল হত্যার অভিযোগে শরিফ মিয়াকে (২৫) নরসিংদী জেলার শিবপুর থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, শরিফ ও তানজিল একত্রে চুরি করতেন। চুরির ভাগবাটোয়া নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৩ সেপ্টেম্বর রাতে তানজিলকে চুরখাই এলাকায় নিয়ে কোমড়ের বেল্ট পেঁচিয়ে হত্যা করেন শরিফ। হত্যার পর একটি পুকুরে মরদেহ ফেলে রেখে চলে যান তিনি। পরের দিন পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে তাঁর মরদেহ উদ্ধার করে। তাঁর বাড়ি ফুলপুর উপজেলার ধলী গ্রামে।
পুলিশ সুপার আরও জানান, জেলার তারাকান্দা উপজেলায় গত ২৫ আগস্ট রাত আড়াইটার দিকে পরকীয়ার জেরে খুন হন বাবুল মিয়া (৪০)। গত ২৪ আগস্ট তাঁকে পরকীয়া প্রেমিকা সখিনা (৪০) পরিকল্পিতভাবে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরের দিন তিনি স্বামী শাহজাহানের (৪৫) সহায়তায় তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ সিদলা বিলের পাশে মাটিচাপা দেন।
গতকাল বুধবার সকালে তারাকান্দা থানায় গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে আসামি করে বাবুল হত্যার অভিযোগে তাঁর ছেলে সোহেল মিয়া (২২) বাদী হয়ে মামলা করেন। আর তানজিল হত্যার অভিযোগে শরিফসহ দুজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তাঁর মা রোকেয়া খাতুন (৪৫)।
স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।