আসন্ন রমজান উপলক্ষে বিনামূল্যে বেগুন-মরিচের চারা বিতরণ
আসন্ন রমজানকে সামনে রেখে শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের মধ্যে বিনামূল্যে পাঁচ শতাধিক বেগুন ও মরিচের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) কুমিল্লা নগরীতে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন এবং চারা বিতরণ করেন সামাজিক সংগঠক রফিকুল ইসলাম সোহেল।
গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন বলেন, নৈতিক-মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোমেতি সংবাদ কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে আসন্ন রমজান সামনে রেখে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় বিনামূল্যে পাঁচ হাজার বেগুন ও মরিচের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
মোবারক হোসেন আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে না পারলে বিপ্লবের কোনো মূল্য নেই। বিপ্লব তখনই সফল হবে যখন দেশ ফল ফসলে সমৃদ্ধ হবে।
বেগুন-মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হক, ইলিয়াস শাহ্, স্কুল বিভাগের ইনচার্জ কামরুজ্জামান সোহেল, শিক্ষার্থী তাহসিন রাহমান প্রমুখ।