গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত আরও ৬৩
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ২৮১ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৬৩ জন নিহত এবং ২৮১ জন আহত হয়েছেন, যার মধ্যে চারটি পরিবারের গণহত্যাও রয়েছে। গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ এলাকায় এ গণহত্যার ঘটনা ঘটে। রাতভর ওই বাড়িতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ছয়জনের মধ্যে একজন কিশোরও রয়েছেন।
এ নিয়ে গত ১৬ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৪৫ জনে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
এদিকে, কাতারে অনুষ্ঠিত গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অনেক বাধা দূর হয়েছে। এমন খবরও পাওয়া যাচ্ছে, কয়েক মাসের তুলনায় এখন চুক্তির আরও কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।