তিন মাস পর লিপু হত্যা মামলা যাচ্ছে সিআইডির হাতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলাটি নিবিড়ভাবে তদন্তের জন্য দায়িত্ব পাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ শনিবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য জানান।
ইফতেখায়ের আলম বলেন, ‘লিপু হত্যা মামলাটি নিবিড়ভাবে তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের বিষয়ে পুলিশের সদর দপ্তর থেকে একটি আদেশনামা এসেছে। দ্রুতই মামলাটি হস্তান্তর করা হবে। আর আমরা এরই মধ্যে যেসব তথ্য পেয়েছি সেগুলোও তাদের সঙ্গে শেয়ার করব।’
গত বছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
ওই দিনই লিপুর রুমমেট মনিরুল ইসলামকে আটক করে পুলিশ। তিনদিন পর হত্যা মামলায় মনিরুলকে গ্রেপ্তার দেখানো হয়। ২৬ অক্টোবর মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তাঁর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ৮ নভেম্বর জজকোর্ট থেকে জামিনে মুক্তি পান মনিরুল।
এ মামলার দায়িত্ব পান তৎকালীন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান। মামলার দায়িত্ব নেওয়ার পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে, অল্প দিনের মধ্যে দোষীদের শনাক্ত করা যাবে। তবে ঘটনার দুই মাস পরেও মামলার কোনো কিনারা করতে পারেননি তিনি। গত বছরের ডিসেম্বরে অশোক চৌহান বদলি হয়ে অনত্র চলে গেলে মামলার দায়িত্ব পান মতিহার থানার নতুন ওসি (তদন্ত) মাহাবুব আলম।