উত্তরার চাইল্ড হ্যাভেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশে রাজধানীর উত্তরার চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মিটফোর্ড হাসপাতালের সাবেক পরিচালক ও উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সদস্য ডা. এ এন এম আবদুল গনি, রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল হাফিজ, মুশফিকুর রহমান, মো. আল আমীন, চাইল্ড হ্যাভেন স্কুলের অধ্যাপক মনজুরুল ইসলাম ও মিসেস জেসমিন জাহান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে ডা. এ এন এম আবদুল গনি জাতীয় পতাকা ও অধ্যাপক মনজুরুল ইসলাম স্কুলের পতাকা উত্তোলন করেন। পরে তাঁরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর অতিথির কাছ থেকে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাফকাত বিন সৌম্য। শুরু হয় মার্চ পাস্ট। নেতৃত্ব দেন প্যারেড কমান্ডার স্কুলের সিনিয়র শিক্ষক জাকিয়া সুমি ও সহকারী কমান্ডার অষ্টম শ্রেণির ছাত্রী মায়মা আলম ঐশী। এতে স্কুলের প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়।
মার্চ পাস্ট শেষে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্কুলের সম্মিলিত দল। এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল পুরস্কার দেওয়া হয়। যারা জিততে পারেনি তাদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এজন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল। সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।