অনুমোদন নেই, তবু সেই বিভাগে শিক্ষার্থী ভর্তি
অনুমোদন না থাকলেও নির্দিষ্ট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে। এরই মধ্যে শিক্ষার্থীদের ওই বিভাগে ভর্তি করানো হয়েছে। জানানো হয়েছে, শিগগিরই ক্লাস শুরু হবে।
খোঁজ নিয়ে জানা যায়, সিটি ইউনিভার্সিটিতে ‘স্প্রিং সেমেস্টারে’ বিএসসি মেকানিক্যাল প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। অথচ ওই বিভাগ চালুর অনুমোদন দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই বিভাগের যে অনুমোদন নেই তা তারা জানতেন না।
এদিকে ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অনুমোদনহীন গ্রোগ্রাম/কোর্সে শিক্ষার্থী ভর্তি করলেও এর দায়িত্ব ইউজিসি নিবে না। কোনো বিশ্ববিদ্যালয় এ ধরনের কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন মেকানিক্যাল প্রোগ্রামের অনুমোদন আছে কি না জানতে চাইলে ইউজিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক গোলাম মোস্তফা এনটিভি অনলাইনকে জানান, কোন কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত, এবং এসব বিশ্ববিদ্যালয়ের কোন কোন প্রোগ্রাম/কোর্স অনুমোদিত, তার তালিকা ইউজিসির ওয়েবসাইটে দেওয়া আছে। তালিকাটিতে সর্বশেষ তথ্য থাকে।
ইউজিসির সেই তালিকায় সিটি ইউনিভার্সিটিতে বিএসসি ইন মেকানিক্যাল প্রোগ্রাম বলতে কোনো প্রোগ্রাম/ কোর্স পাওয়া যায়নি।
ইউজিসির তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এর স্থায়ী ক্যাম্পাস সাভারে। বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদকে অনুমোদন দিয়েছে ইউজিসি। এগুলো হচ্ছে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স।
এর মধ্যে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসিতে বিএসসি। এ ছাড়া পাবলিক হেলথে স্নাতকোত্তর পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে। কোথাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা উল্লেখ নেই।
এ ব্যাপারে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।