কোচিং সেন্টারে ক্লাস নেন ঢাবির সহযোগী অধ্যাপক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মঞ্জুর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউনিভার্সিটি কোচিং সেন্টারে (ইউসিসি) ক্লাস নিচ্ছেন, যেটিকে অনৈতিক বলেছেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ইউসিসির কিছু নথি থেকে এই তথ্য জানা গেছে।
এসব নথি থেকে জানা যায়, ঢাবির ওই শিক্ষক ইউসিসি কোচিং সেন্টারে বাংলা ক্লাস নেন। তিনি ২২ মে ইউসিসির মিরপুর শাখায় অরিয়েন্টেশন ক্লাস নিয়েছেন। এ ছাড়া তিনি সাত বছর ধরে ইউসিসিতে নিয়মিত ক্লাস নিয়ে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউসিসির মিরপুর শাখার কর্মকর্তা রিপন এনটিভি অনলাইনকে বলেন, ‘তিনি (তারেক মঞ্জুর) আমাদের কোচিংয়ের শিক্ষক। তিনি অনেকদিন ধরে কোচিংয়ে ক্লাস নেন। এ ছাড়া গত ২২ তারিখে তিনি অরিয়েন্টেশনের ক্লাস নিয়েছেন।’
ওই শিক্ষক প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস নেবেন বলে জানান রিপন। তবে সপ্তাহের কোন দিন ক্লাস নেবেন, তা জানেন না বলে জানান তিনি।
‘তাঁকে সপ্তাহে একদিন ক্লাস দেওয়া হবে এবং তিনি (তারেক মঞ্জুর) সেদিন ৪টা করে ক্লাস নেবেন’, যোগ করেন রিপন।
এ বিষয়ে ঢাবির সহযোগী অধ্যাপক ড. তারেক মঞ্জুর এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ২০১১ সাল থেকে ক্লাস নিয়ে আসতাম। তবে তখন থেকে নিয়মিত ক্লাস নিলেও গত দুই বছর যাবৎ আগের মতো বেশি ক্লাস নিইনি। ক্লাস নেওয়া কমিয়ে দিয়েছি।’
আগামীতে ক্লাস নেবেন কি না জানতে চাইলে তারেক মঞ্জুর কোনো মন্তব্য করেননি। তবে কোচিংয়ের সঙ্গে যোগাযোগ আছে আছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কোনো কোচিং সেন্টারে ক্লাস নিতে পারেন না। কেন না কোচিং সেন্টারের নামে নানা অসদুপায় অবলম্বনের রেকর্ড বিশ্ববিদ্যালয়ে আছে। সেখানে (ইউসিসি) কোনো শিক্ষক ক্লাস নেবেন, সেটা তো অপ্রত্যাশিত।’
আরেফিন সিদ্দিক কোচিংয়ে ক্লাস নেওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।