কুবি সাংবাদিককে প্রক্টরের ‘হুমকি’, রাবিসাসের নিন্দা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সাধারণ সম্পাদক ও সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মতিউর রহমানকে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
ওই সাংবাদিককে কুবি প্রক্টর ‘থাপড়িয়ে’ দাঁত ফেলে দেওয়ার হুমকি ও অসদাচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিকেলে রাবিসাসের এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হাসান আদিব ও সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ক্যাম্পাস সাংবাদিকতা। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশের ক্যাম্পাসগুলোতে সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়। সেই ধারাবাহিকতায় কুবির দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার চর্চা ও প্রসার অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু সম্প্রতি কুবিতে একটি সংবাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মাদ কামাল উদ্দিনের কাছে বক্তব্য নেওয়ার সময় এমন ঘৃণ্য আচরণ ও হুমকি প্রদানের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তির কাছ থেকে এ ধরনের হুমকি ও আচরণ কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং প্রক্টরের বিরুদ্ধে কুবি প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
গত ০৯ আগস্ট কুবি শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দুই ছাত্রকে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে মারধর করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মাদ কামাল উদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করলে মতিউর রহমানকে ‘থাপড়িয়ে’ দাত ফেলে দেওয়ার হুমকি ও ‘বেয়াদব’ বলে লাঞ্ছিত করেন।