এবার রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসকের পদত্যাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন মো. মশিহুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সোবহান এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারীর কাছে এই পদত্যাগপত্র জামা দেন মশিহুর রহমান।
এর আগে গত ৬ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রক্টর ড. মজিবুল হক আজাদ খান। তাঁর পদত্যাগের কয়েক ঘণ্টা পরই প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. লুৎফর রহমানকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সোবহান বলেন, তাঁর (মশিহুর রহমান) পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তবে অফিশিয়াল জটিলতার কারণে আগামী সোম ও মঙ্গলবার তাঁকে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। এই দুই দিনের মধ্যে নতুন একজনকে জনসংযোগ দপ্তর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
২০১৬ সালের ৩০ মার্চ তিন বছরের জন্য জনসংযোগ প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমানকে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। এ বছরের ১৯ মার্চ অধ্যাপক মিজানউদ্দিন প্রশাসনের মেয়াদ শেষ হয়। তারপর ৭ মে নতুন উপাচার্য হিসেবে মো. আবদুস সোবহান দায়িত্ব গ্রহণ করেন।