ঢাবিতে আন্তবিভাগ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে টিএফপি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে উর্দু বিভাগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় এক গোলে জিতে যায় টিএফপি বিভাগ।
খেলার শুরুতে প্রথম ১৮ মিনিটে টিএফপির হয়ে গোল করেন রোহান। মধ্যবিরতির পর ও একেবারে শেষ পর্যায়ে এক আত্মঘাতী গোলে সমতায় ফেরে দুই দল। নির্ধারিত ৫০ মিনিট পর ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে টিএফপির পাঁচজন খেলোয়াড় দুটি গোল করেন। আর উর্দু বিভাগের পাঁচ খেলোয়াড় একটি গোল করতে সক্ষম হন। শেষে ৩-২ গোলে জিতে যায় টিএফপি বিভাগের খেলোয়াড়রা।
টিএফপির এ জয়ে অভিনন্দন জানিয়েছেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রিফফাত ফেরদৌস, সহকারী অধ্যাপক হাবিবা রহমান ও প্রভাষক এস এম ইমরান হোসেন।
দলকে স্বাগত জানিয়েছেন বিভাগটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। তিনি বলেন, ‘টিএফপি ফুটবল দলকে অভিনন্দন যে তারা জয়লাভ করেছে। আশা করি, তারা আগামীতে অন্য খেলায়ও জয় পাবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অব্যাহত রাখবে।’