বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার’
কুড়িগ্রামের রৌমারীর পাখিউড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
ঢাকার নাখালপাড়ায় ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার’-এর উদ্যোগে ৬ অক্টোবর, শুক্রবার বেলা ১১টায় বন্যায় ক্ষতিগ্রস্ত রৌমারীর শিক্ষার্থীদের এ শিক্ষাসহায়তা দেওয়া হয়।
স্থানীয় দরিদ্র শিক্ষার্থীদের বাছাই করা ও শিক্ষাসামগ্রী বিতরণের কাজে সহযোগিতা করে রৌমারীর ‘মাওলানা ভাসানী স্মৃতি পাঠাগার’-এর সংগঠক আবদুর রাজ্জাক, ফিরোজ আহমেদ, ফারুক হোসেন, আলতাফ হোসেন, রিনা আক্তারসহ আরো অনেকে।
‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার’-এর পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি আলী মো. আবু নাঈম ও অর্থ সম্পাদক ফাহিমা কানিজ লাভা।
শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, স্কেল ও জ্যামিতি বক্স।
অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি আলী নাঈম বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সদস্যরা তেজগাঁও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এসব সামগ্রী পাঠিয়েছে। বন্যার কারণে যেন কারো পড়াশোনা বন্ধ না হয়, এই চাওয়া থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি।’