রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ‘ধর্মীয় উসকানি’, তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ‘ধর্মীয় উসকানি’র অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কমিটি গঠন করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানিয়েছেন।
প্রভাষ কুমার জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ এবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল।
তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জনসংযোগ দপ্তরের প্রশাসক বলেন, ‘চারুকলা অনুষদের প্রশ্নপত্রে ধর্মীয় উস্কানির যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন বলে মনে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর সাথে জড়িতদের বিষয়ে তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
গত ২৫ অক্টোবর দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত চলা চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ধর্মীয় উসকানির অভিযোগ আনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে এটাকে অনিচ্ছাকৃত ভুল বলে আসছেন প্রশ্নপত্র প্রণয়ন ও চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার মূল কমিটি।