রাবির কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠকের স্বীকৃতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও রাজশাহী জেলা তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান চঞ্চল শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে পেয়েছেন ‘কবি ইসমাইল হোসেন সিরাজী সম্মাননা-২০১৭’।
গতকাল রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার প্রফেসর আখতার ইমাম অডিটরিয়ামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উদীয়মান বাংলাদেশ’ এ সম্মাননা দেয়।
ওই অনুষ্ঠানে শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে কামরুজ্জামান চঞ্চলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
উদীয়মান বাংলাদেশের সভাপতি জহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।