বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘শতভাগ নিশ্চয়তা’র প্রতিশ্রুতি!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুদের মোবাইল ফোনে একটি খুদেবার্তা (এসএমএস) যাচ্ছে। সেখানে লেখা আছে, ‘যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পান বা ভর্তি পরীক্ষায় মেধাক্রম দূরে হয় তবে এই নম্বরে যোগাযোগ করুন।’ একটি নির্দিষ্ট নম্বরও দেওয়া আছে!
আগামী ৫ নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে বলা হয়।
ওই নম্বরে ফোন দিলে এক যুবক ধরেন। রাবিতে ভর্তি করিয়ে দেওয়ার জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাবি করেন তিনি। ১৫ হাজার টাকা অগ্রিম। বাকিটা ভর্তির পর। আর টাকা দিলে ভর্তির শতভাগ নিশ্চয়তাও দেন ওই যুবক!
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আজ শুক্রবার বিকেল পর্যন্ত একটি নম্বর থেকে একাধিক ভর্তিচ্ছু ও তাঁদের অভিভাবককে এসএমএস দেওয়া হয়েছে বলে জানা যায়।
একাধিক ভর্তিচ্ছু জানান, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার পর্যন্ত বেশ কয়েকজন ভর্তিচ্ছু ও তাঁদের অভিভাবকের ফোনে একটি এসএমএস আসে। এসএমএসটি একটি অজ্ঞাত নম্বর (০৩৫৯০৭৭৭৮৮৮) থেকে এসেছে। ইংরেজিতে লেখা ওই এসএমএসে উল্লেখ করা হয়, ‘যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স না পান অথবা ভর্তি পরীক্ষায় আপনার মেধাক্রম দূরে হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য আগামী ৫ নভেম্বরের মধ্যে ‘০১৮৬০৩৬৪৬৩৯’- এই নম্বরে যোগাযোগ করুন।’
ভর্তিচ্ছুরা এসএমএসে উল্লেখিত রবি নম্বরে (০১৮৬০৩৬৪৬৩৯) যোগাযোগ করলে তাদের মোটা অঙ্কের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানা যায়।
ভর্তিচ্ছুরা আরো জানান, এসএমএসে উল্লেখ করা ওই নম্বরে (০১৮৬০৩৬৪৬৩৯) যোগাযোগ করলে এক যুবক ফোন রিসিভ করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার ‘শতভাগ নিশ্চয়তা’ দিয়ে ভর্তিচ্ছুদের কাছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাবি করেন ওই যুবক। এর মধ্যে ১৫ হাজার টাকা অগ্রিম দিতে হবে এবং বাকি টাকা ভর্তি হওয়ার পর দিতে হবে বলে জানান ওই যুবক। ভর্তিচ্ছুরা পরিচয় জানতে চাইলে ওপাশ থেকে ওই যুবক বলেন, ‘পরিচয় জানালে আমার সমস্যা হবে।’
আনিসুর রহমান নামের এক ভর্তিচ্ছুর অভিভাবক বলেন, ‘আমার ছেলে রাবিতে তিনটি ইউনিটে পরীক্ষা দিয়েছিল। আজ শুক্রবার বিকেলে ওই নম্বর থেকে আমার ফোনে একটি এসএমএস আসে। বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণের সময় ওই নম্বরটি দিয়েছিলাম। এসএমএসে উল্লেখিত নম্বরে (০১৮৬০৩৬৪৬৩৯) আমি ফোন দেই। ওপাশ থেকে এক ব্যক্তি জানায়, তাকে ৩২ হাজার টাকা দিলে আমার ছেলেকে রাবিতে ভর্তি করিয়ে দেবে। সে অগ্রিম ১৫ হাজার টাকা দাবি করে। বাকি টাকা ভর্তি হওয়ার পর দিতে হবে। তার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি পরিচয় দিতে অপারগতা প্রকাশ করে।’
সাইমুন সরদার নামের এক ভর্তিচ্ছু বলেন, “আমি রাবিতে ‘এইচ’ ইউনিটে পরীক্ষা দিয়েছি। শুক্রবার সকাল ৪টা ৫৫ মিনিটে আমার ফোনে ওই নম্বর থেকে এসএমএস আসে। আমার এক বান্ধবীকেও একই এসএমএস দেওয়া হয়েছে।”
এসএমএসে দেওয়া ওই নম্বরে (০১৮৬০৩৬৪৬৩৯) ভর্তিচ্ছু সেজে এই প্রতিবেদক ফোন দেন। এক যুবক ফোন ধরেন। ওই যুবক একইভাবে ভর্তির নাম করে ৩৫ হাজার টাকা দাবি করেন প্রতিবেদকের কাছে। প্রতিবেদক পরিচয় জানতে চাইলে ওই যুবক পরিচয় দিতে রাজি হননি।
পরে অন্য একটি নম্বর থেকে সাংবাদিক পরিচয়ে কথা বললে ওই যুবক নিজেকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বলে দাবি করেন। ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে এমএমএস দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তিনি ভর্তিচ্ছুদের কাছে টাকা দাবি করেছেন এমন প্রমাণ প্রতিবেদকের আছে বলে জানালেও তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’