জেএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রধান শিক্ষক আটক
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বীরউজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আমরাইদ কারিগরি স্কুলে তাঁকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকছুদুল ইসলাম জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষায় আমরাইদ কারিগরি স্কুল কেন্দ্রে প্রধান শিক্ষকের আচরণে সন্দেহ হয়। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে প্রশ্ন ফাঁসের আলামাত পাওয়া যায়। এ কারণে তাঁকে থানা পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত রোববার কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা বিদ্যালয় থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগে কাপাসিয়া ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।