ক্যাম্পাসে চিরনিদ্রায় শায়িত ইবি শিক্ষক ড. মাখলুকুর
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে চিরনিদ্রায় শায়িত হলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাখলুকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে বাদ মাগরিব জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকের পাশে তাঁকে দাফন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাখলুকুর রহমান দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার গ্যাসট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তাঁর মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়া শহরে নেওয়া হয়। বাদ আসর কুষ্টিয়ার হাউজিংয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এই শিক্ষককে চিরতরে বিদায় জানাতে আসেন তাঁর আত্মীয়স্বজন।
জানাজায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা অংশ নেয়।
জানাজা শেষে ক্যাম্পাসের মফিজ লেকের পাশে সমাহিত করা হয় অধ্যাপক ড. মাখলুকুর রহমানকে।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেন বলেন, ‘অধ্যাপক ড. মাখলুকুর রহমান স্যার একজন সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর ইচ্ছা অনুযায়ী ক্যাম্পাসে দাফন সম্পন্ন করা হয়েছে।’
অধ্যাপক ড. মাখলুকুর রহমান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, ইবি জিয়া পরিষদের সভাপতি, আবাসিক হলের প্রাধ্যক্ষ, লোকপ্রশাসন বিভাগের সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার ফুলতলী উপজেলার দামুদড় গ্রামে।