বিএইউএসটিতে অনুষ্ঠিত হলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
যাত্রা শুরুর মাত্র তিন বছরের মাথায় সফলভাবে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করল নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে স্থাপিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)।
গত শুক্র ও শনিবার ঢাকা থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছিল প্রথম এসকেএস-বিএইউএসটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৮। সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে, প্রথম আলো এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করে বিএইউএসটি ডিবেটিং সোসাইটি।
প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি দল আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং রংপুর বিভাগের বিভিন্ন কলেজ আন্তকলেজ পর্যায়ে অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এবং রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার আপ হয় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
এ ছাড়া ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার জেতেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মুকিতুল ইসলাম বারি।
প্রতিযোগিতার সার্বিক বিচারকাজ পরিচালনা করে বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মো. শুকরানা। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন দক্ষ বিতার্কিক ও বিচারক।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিএইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. লুৎফর রহমান, সেনাকল্যাণ সংস্থার ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি ড. আব্দুন নুর তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেজর (অব.) মো. মিজানুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. মো. মামুনুর রশীদ, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধ এম আর আলম ঝন্টুসহ বিএইউএসটির সব শিক্ষক ও কর্মকর্তা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-তে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। একটি নতুন বিশ্ববিদ্যালয়ে এ মানের একটি অনুষ্ঠান বিরল। শুধুমাত্র প্রকৌশল শিক্ষাই নয়, পাশাপাশি বিতর্কের মত বুদ্ধিবৃত্তিক কর্মকান্ডের চর্চা শিক্ষার্থীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।’
সৈয়দপুরের মতো ছোট শহরে এই ধরনের আয়োজনকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন ড. আব্দুন নুর তুষার।
অনুষ্ঠানের আয়োজক বিএইউএসটি ডিবেটিং সসোসাইটির সভাপতি সুলতান মাহমুদ আলভী বলেন, ‘সেনাকল্যাণ সংস্থা, প্রথম আলো ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের দেয়া সাহস, বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহায়তা, বিএইউএসটি ডিবেটিং সোসাইটির মডারেটর মাফিন মুনতাসির রহমান স্যারের সঠিক দিক নির্দেশনা এবং ক্লাবের সকল সদস্যের একনিষ্ঠ পরিশ্রমের ফলেই প্রথমবারের মতো নীলফামারী জেলায় বিএইউএসটিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে এই জাতীয় আয়োজনে সফল হয়েছি আমরা।’