স্কলাসটিকায় ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ আন্দোলনের সমাবেশ
নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় বিশ্বব্যাপী ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শিরোনামের আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার স্কলাসটিকায় সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের এসটিএম মিলনায়তনে প্ল্যান-বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে একজন নবীন চেইঞ্জমেকারের চোখে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলার বিষয়ে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউশনের (আইবিএ) কনিকা মাইশা এবং সাইবার অপরাধ দমন নিয়ে ভিজ্যুয়াল প্রতিবেদন উপস্থাপন করেন জয়বাংলা পুরস্কার বিজয়ী ফায়েজ বেলাল। এ ছাড়া ‘এসো শৃঙ্খল ভাঙ’ শিরোনামে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ আন্দোলনের থিম গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে প্ল্যান ইন্টারন্যাশনালের শিল্পীবৃন্দ। স্কুলের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এ সমাবেশে অংশ নেয়।
উল্লেখ্য, নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’। ২০১২ সালে ভালোবাসা দিবসে এ আন্দোলন শুরু হয়।
নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় বিশ্বব্যাপী ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শিরোনামের আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার স্কলাসটিকায় সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের এসটিএম মিলনায়তনে প্ল্যান-বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে একজন নবীন চেইঞ্জমেকারের চোখে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলার বিষয়ে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউশনের (আইবিএ) কনিকা মাইশা এবং সাইবার অপরাধ দমন নিয়ে ভিজ্যুয়াল প্রতিবেদন উপস্থাপন করেন জয়বাংলা পুরস্কার বিজয়ী ফায়েজ বেলাল। এ ছাড়া ‘এসো শৃঙ্খল ভাঙ’ শিরোনামে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ আন্দোলনের থিম গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে প্ল্যান ইন্টারন্যাশনালের শিল্পীবৃন্দ। স্কুলের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এ সমাবেশে অংশ নেয়।
উল্লেখ্য, নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’। ২০১২ সালে ভালোবাসা দিবসে এ আন্দোলন শুরু হয়।