জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ
বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সরকারের প্রতি অনুরোধ করে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়। মুক্তমত চর্চা যাঁরা করে আসছেন, তাঁদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও জানায় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হওয়ার পর প্রধানমন্ত্রী যে দ্রুত পদক্ষেপ নিয়েছেন, সে জন্য তাঁকে সাধুবাদ জানায় সমিতি।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষে সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন জানান, এ বিষয়ে সব ধরনের ভালো উদ্যোগে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সব সময় সরকারের পাশে থাকবে।