ডাব পাড়া নিয়ে দ্বন্দ্ব, নাক ফাটল ছাত্রলীগ কর্মীর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেছে সংগঠনের আরেক পক্ষের নেতাকর্মীরা। আজ শনিবার বিকেল ৪টার দিকে জিয়া হল মোড়ে এই ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মীর নাম আশরাফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের কর্মী ও লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুমন এবং আশরাফুল ক্যাম্পাসের জিয়া হল মোড়ে একটি ডাব গাছ থেকে ডাব পাড়ছিলেন। এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের পক্ষের কর্মী ও ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইউসুফ তাঁদের ডাব পাড়তে দেখে বিভিন্ন প্রশ্ন করেন। এমনকি তাঁদের পরের দিনও দেখা করতে বলেন। কিন্তু পরের দিন দেখা করেননি রুমন ও আশরাফুল।
এরই জের ধরে আজ বিকেলে ইউসুফ ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির, ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুভসহ ১০/১২ জন রুমন ও আশরাফুলকে কান ধরে ওঠা-বসা করতে বলেন। এতে আশরাফুল ও রুমন অস্বীকৃতি জানান। আশরাফুলের নাকে আঘাত করেন আবির। এতে আশরাফুলের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে আবিরের সঙ্গে থাকা অন্য ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী এলোপাতাড়ি ভাবে আশরাফুল ও রুমনকে মারধর করে পালিয়ে যান। আশরাফুলের বন্ধুরা তাঁকে ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. জাকি আক্তার বলেন, ‘আশরাফুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে তাঁর রক্ত ঝরা বন্ধ হয়েছে।’
এ বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি ঘটনাটি জানি না। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে অপরাধীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করব।’
তবে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।