রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অগ্নিকাণ্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহরিয়ার জামান।
জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় বিভাগের ল্যাবে কয়েকজন শিক্ষার্থী কাজ করছিলেন। তখন ভুলবশত স্পিরিট ল্যাম্পের সংস্পর্শে অ্যালকোহল এলে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত পুরো ল্যাবে ছড়িয়ে যায়।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার জামান বলেন, ল্যাবের অনেক কম্পিউটার, ফ্রিজ, আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজশাহী চৌদ্দপায়া ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা রজব আলী বলেন, আগুন লাগার ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ল্যাবের রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরেছি।