হ্যালো জার্নালিস্ট অনুষ্ঠানের উদ্বোধন করলেন সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী
লক্ষ্য আয়োজিত ‘হ্যালো জার্নালিস্ট’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন, বরেণ্য সাংবাদিক ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী।
আজ মঙ্গলবার লক্ষ্যের স্টুডিওতে ধারণকৃত এক ভিডিও বার্তায় তিনি লক্ষ্যের নতুন এই কার্যক্রমের শুভ সূচনা করেন।
এ সময় ইকবাল বাহার চৌধুরী কথা বলেন, সাংবাদিকতার নৈতিকতা, সাংবাদিকদের জ্ঞান চর্চা, রিপোর্টিংয়ের সময় করণীয়, সাক্ষাৎকার কৌশল, স্বরসাধনা, তথ্য যাচাইসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে। এ সময় তিনি তরুণদের স্বকীয়তা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি নাগরিক সাংবাদিকতার বিষয় নিয়েও কথা বলেন।
মাহমুদুল হাসান জাহিদের উপস্থাপনায় হ্যালো জার্নালিস্ট অনুষ্ঠানের পরিচালক এম এইচ মিঠু জানান,‘এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সাংবাদিকতা পেশার অগ্রজদের সঙ্গে নবীনদের মেলবন্ধন তৈরি করা। অনুষ্ঠানটি সাংবাদিকতা পেশায় আগ্রহীদের জন্য এক ধরনের গাইডলাইন হবে।’
লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমির পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানটি স্ট্রিমিং হবে।