শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের বর্ষবরণ
বাংলা নববর্ষ-১৪২৫ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এ ছাড়া বাতাসা, চিনির পুতুল, নকুল দানাসহ বিভিন্ন খাবার দিয়ে পাঠাগারের সদস্য এবং উপস্থিত অতিথি-দর্শকদের আপ্যায়িত করা হয়।
সকাল ৯টায় পাঠাগারের সদস্যরা নিজেদের তৈরি করা বিভিন্ন ধরনের মুখোশ, প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা নিয়ে এলাকা প্রদক্ষিণ করে। এরপর নাখালপাড়া বড় মসজিদের পাশে মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, হাঁড়িভাঙা খেলা ও সাতচারা খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয় করেন পাঠাগারের সভাপতি আলী মো. আবু নাঈম, অর্থ সম্পাদক ফাহিমা কানিজ লাভা, পাঠাগারের গানের শিক্ষক হেলালউদ্দিন, সংগঠক বিপ্লব হোসাইন প্রমুখ।