রাবির আট হলে ছাত্রলীগের সম্মেলন হলো না
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটটি হল শাখা ছাত্রলীগের সম্মেলন করে কমিটি ঘোষণার কথা থাকলেও আজ রোববার তা অনুষ্ঠিত হয়নি। এতে নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, রাবি ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাদের ক্ষমতায় থাকার ইচ্ছেতেই কমিটি ঘোষণা করা হচ্ছে না।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মতিহার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শের-ই-বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মাদার বখ্শ, শহীদ জিয়াউর রহমান, হবিবুর রহমান ও শহীদ শামসুজ্জোহা হলে ছাত্রলীগের সম্মেলন করে কমিটি দেওয়ার কথা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন, রাবি ছাত্রলীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা তাঁদের মেয়াদ বৃদ্ধি করতে এ ধরনের নাটক খুব সুপরিকল্পিতভাবে করেছেন। কারণ সব হলে কমিটি দেওয়ার পর রাবি ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে। এতে বিলুপ্ত হবে বর্তমান রাবি ছাত্রলীগ কমিটি।
এর আগেও কয়েকবার ওই হলগুলোতে কমিটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কমিটি দেওয়া হয়নি।
অসহায়ত্ব প্রকাশ করে একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হল কমিটি সম্মেলন করে ঘোষণা করার আশ্বাস দিলেও তা করছে না বর্তমান ক্ষমতাসীন অংশ। কিন্তু তাঁরা বিশেষ কিছু করারও দেখছেন না। তাঁরা এক ধরনের অসহায়ত্বের মধ্য দিয়ে সময় পার করছেন।
অভিযোগ করে নেতা-কর্মীরা আরো বলেন, নির্দিষ্ট দিনে কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া মানে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করার একটি কৌশল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার যাঁরা একান্ত কাছের নেতা-কর্মী আছেন কেবল তাঁরাই যাতে পদ পান- এ জন্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে কমিটি ঘোষণা করা হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। তবে একাধিক নেতা তা অস্বীকার করেছেন।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানান, আজ রোববার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সঙ্গত কারণে তা অনুষ্ঠিত হয়নি। তবে এ মাসেই কোনো একদিন হল কমিটি ঘোষণা করা হবে এবং তা সম্মেলন করেই হবে।