সওরা স্বজনের আড্ডা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডাভিত্তিক সংগঠন সওরা স্বজনের উদ্যোগে এক প্রাণবন্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি-২ নম্বর রোডের স্টার কাবাব রেস্তোরাঁয় এ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশ নেওয়া সবাই সরকার ও রাজনীতি বিভাগের নবম থেকে ৩২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
এদিন বিকেল ৫টা থেকে একে একে সাবেক শিক্ষার্থীরা আড্ডাস্থলে হাজির হতে শুরু করেন। এরপর চা-চক্র ও বৈকালিক নাশতার আয়োজন করা হয়।
আড্ডায় বিভাগের প্রয়াতদের স্মরণে একটি স্যুভেনির প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামী ডিসেম্বরে রাজধানীর বাইরে সবাইকে নিয়ে বনভোজন আয়োজনের প্রস্তাব ওঠে। এ ছাড়া প্রতি মাসের শেষ শুক্রবার সওরা স্বজনের নিয়মিত আড্ডা আয়োজনের সিদ্ধান্ত হয়। এরপর গ্রুপ ফটোসেশনের মাধ্যমে সওরা স্বজনের আড্ডা শেষ হয়।