জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে ভর্তির আবেদন কাল থেকে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন আগামীকাল বুধবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
এদিন বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে আগামী ৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে—সেসব শিক্ষার্থীই শুধু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।