১৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করল ঢাবি
বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এ তথ্য জানানো হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী ইউএনবিকে বলেন, আজ সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রের বরাত দিয়ে ইউএনবি আরো জানায়, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছয়জন অন্যের হয়ে (প্রক্সি) ভর্তিপরীক্ষা দিয়েছেন। ছয়জন নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত ছিলেন।
যৌন হয়রানির ঘটনায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে। অন্যজনকে অমর একুশে হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।