নাজমুল হক নজীরের ‘কবিতাসমগ্র’-এর মোড়ক উন্মোচন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশিষ্ট কবি নাজমুল হক নজীরের ‘কবিতাসমগ্র’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান আলোচক ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদ হোসাইন।
প্রধান আলোচকের বক্তব্যে আছাদুজ্জামান মিয়া বলেন, কবি নাজমুল হক নজীর শুধু কবি নন, বরং তিনি একজন সাংবাদিক, সাহিত্যিকও বটে। তাঁর সততা ছিল অনুকরণীয়।
ডিএমপি কমিশনার বলেন, কবি নজীরের টাকার প্রতি কোনো ধরনের লোভ ছিল না। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সর্বদা সরব এবং গরিব ও মেহনতি মানুষের পাশেই তাঁর জীবন কাটে। তাঁকে শহরে আসতে বলা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং গ্রামেই তাঁর জীবন অতিবাহিত করেন। তাঁর কবিতায় আবহমান বাংলার কথা বলেছেন, মুক্তিযুদ্ধের বর্ণনা দিয়েছেন, আর ফুটিয়ে তুলেছেন গ্রামবাংলার চিত্র।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মাত্র আড়াই মাস আগেই যিনি মারা গেলেন, সেই কবি নাজমুল হক নজীর আমাদের জন্য নজির স্থাপন করেছেন। তাঁর কবিতা, সংবাদপত্রে নজীর সংবাদ তারই প্রমাণ।’ তিনি কবির স্মৃতির সঙ্গে সঙ্গে ভাষাশহীদ ও ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা, এস এম মফিজুর রহমান, শিল্পী রাজীব রায়, কবি মিলন সব্যসাচী।
উল্লেখ্য, কবি নাজমুল হক নজীর ১৯৫৫ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৩ নভেম্বর মারা যান।