ঢাবির পুকুরে অজ্ঞাত যুবকের লাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ (৩৬) উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম নামের ঢাবির এক কর্মচারী জানান, বিকেল পৌনে ৪টায় পুকুরের উত্তর অংশে লাশটি ভাসতে দেখা যায়। এরপর বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানালে তিনি পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে লাশটির কোনো পরিচয় এবং কীভাবে এখানে এলো তা কেউ কিছু বলতে পারেনি। মৃত ব্যক্তির পরনে একটি লুঙ্গি ও শার্ট ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের কোনো পরিচয় এবং এর মৃত্যুর কোনো কারণ এখনো জানা যায়নি।