চুয়েটের তৃতীয় সমাবর্তন ১৪ মার্চ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন আগামী ১৪ মার্চ দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি প্রদান করেছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গতকাল ৭ ফেব্রুয়ারি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বরাবর পাঠানো পত্রে জানানো হয়, চুয়েটের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানটি আগামী ১৪ মার্চ দুপুর আড়াইটায় পুনর্নির্ধারণ করা হয়েছে।