প্রাক্তনদের উদ্যোগ, ৫৪ জনকে বৃত্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ৫৪ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মাসে এক হাজার টাকা হারে বৃত্তি দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নয় প্রাক্তন শিক্ষার্থী। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ বছরের প্রথম মাসের বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুব হাসান ফয়সাল এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কবিরুল বাশারসহ সাবেক সাত শিক্ষার্থীর উদ্যোগে প্রতিবছর এ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসে এক হাজার টাকা হারে প্রায় সাড়ে ছয় লাখ টাকার বৃত্তি দেবেন তাঁরা। গত বছরও বিশ্ববিদ্যালয়ের ২৮ জন দরিদ্র শিক্ষার্থীকে এ বৃত্তি দিয়েছিলেন তাঁরা।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ ড. কবিরুল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপনিয়ন্ত্রক মো. মাসুদুর রহমান, ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ইফতেকার হাসান জায়েদী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী আশরাফ দীপু, জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত প্রমুখ।
বৃত্তি প্রদান প্রসঙ্গে বাংলা বিভাগের ২৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মাহবুব হাসান ফয়সাল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ১০ টাকা বেতন ও পাঁচ টাকা সিট ভাড়া দিয়ে ডিগ্রি অর্জন করেছি। সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে এটা একটা ক্ষুদ্র প্রয়াস।’
ড. কবিরুল বাশার জানান, ‘এ বছর বৃত্তির জন্য প্রায় ১৯১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে আমাদের সামর্থ্য অনুযায়ী ৫৪ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। বাকি যাদের বৃত্তি দিতে পারিনি, তাদের জন্য প্রাইভেট টিউশনসহ আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছি আমরা।’
এ বছর বৃত্তিপ্রাপ্ত ৫৪ জনের মধ্যে তিনজন দৃষ্টিপ্রতিবন্ধীসহ পাঁচজন প্রতিবন্ধী রয়েছেন। প্রতিবছর এ বৃত্তি চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন এ মহৎ উদ্যোক্তারা।