রাবির আইন বিভাগের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার
পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে তিনদিন ধরে চলা অনশন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিভাগের একাডেমিক কমিটির সভার পর ওই কর্মসূচি প্রত্যাহার করা হয়।
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গত রোববার দুপুর ১২টা থেকে বিভাগের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন ক্লাসে ৬০ শতাংশ উপস্থিতি না থাকা (ডিসকলিজিয়েট) প্রথম ও দ্বিতীয় বর্ষের ১০২ শিক্ষার্থী।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘শিক্ষার্থী ও বিভিন্ন পক্ষের দাবির বিষয়টি নিয়ে আজ বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। একাডেমিক কমিটির বেশির ভাগ সদস্য ডিসকলিজিয়েট শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না দেওয়ার পক্ষে মত দেন। তাই তাদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার ক্ষমতা আমার নেই।’
অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ আরো বলেন, ‘সভা শেষে শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষকরা তাদের বুঝিয়ে আন্দোলন থেকে সরে আসতে বললে তারা আন্দোলন প্রত্যাহার করে। কোনো শিক্ষার্থী যেন মানসিক সমস্যায় না পড়ে সেজন্য শিক্ষকরা তাদের মানসিক সাপোর্ট দেন।’
এদিকে দ্বিতীয় বর্ষের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ জন ডিসকলিজিয়েট হওয়ায় ফরম পূরণের সুযোগ পাননি। তাঁরাও এই অনশনে যোগ দিয়েছিলেন। ওই বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে বলে আজ জানিয়েছেন বিভাগের সভাপতি।
৬০ শতাংশ উপস্থিতি না থাকায় গতকাল সোমবার প্রথম বর্ষের ৫৭ জন শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।