গণবিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের নবীনবরণ
গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বি ফার্ম ২৯তম ব্যাচ ও এম ফার্ম ষষ্ঠ ব্যাচের নবীনবরণ এবং বি ফার্ম ২১তম ব্যাচ ও এম ফার্ম চতুর্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণস্বাস্থ্য পিএইচএ ভবনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহউদ্দীন আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হালিমুজ্জামান, বাংলাদেশ ফার্মেসি গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম। এ ছাড়া গণবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা পর্বের পর দ্বিতীয় অংশে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, নাটক দিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়। আর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ব্যান্ডসংগীতের মাধ্যমে।