ঢাবির হলে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হলের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের বই-খাতা, ল্যাপটপসহ আসবাব পুড়ে গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হলের উত্তর পাশের ব্লকের ৫১৭ নম্বর কক্ষে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। ব্লকে থাকা মেইন সুইচ নষ্ট থাকায় সময়মতো বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা যায়নি। পরে শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ওই কক্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ‘এতে আমাদের ল্যাপটপসহ মূল্যবান বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’
হলের শিক্ষার্থীদের অভিযোগ, ‘হল প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও পুরাতন তার ও সুইচ পরিবর্তন করা হয়নি। তাই আজকে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, ‘আমাদের একটি রুমে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছাত্ররা নিজেরা নিভিয়ে ফেলেছে। পরে আমাদের হাউসটিউটররা সেখানে গিয়েছিলেন।’