ঢাবিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২২’-এর ১৫তম আসরের উদ্বোধন হচ্ছে আজ। বেলা ১১টা থেকে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত এ আয়োজনের। ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী এ উৎসবে প্রদর্শন সহযোগী হিসেবে থাকছে জাজ মাল্টিমিডিয়া ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে।
আজ অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক আ আ ম স আরেফিন সিদ্দিক এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বিশিষ্ট ভাষাগবেষক ও লেখক ড. সৌরভ সিকদার।
প্রতিদিন তিনটি সেশনে প্রদর্শনের মাধ্যমে সাত দিনে মোট ২১টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আজ অনুষ্ঠানের প্রথম দিন সকালের সেশনে ছিল বাংলা ভাষার প্রথম সবাক ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। বিকেল ৩টার সেশনে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ এবং সন্ধ্যা ৬টার সেশনে প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’। আসরের প্রদর্শনী মূল্য ২৫ টাকা।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ধ্রুপদি ও সমকালীন ধারার বাংলা চলচ্চিত্রকে সর্বস্তরের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ উৎসব আয়োজন করে আসছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আলী হায়দার বলেন, ‘মূলত একুশের চেতনা থেকেই সাত দিনে মোট ২১টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আশা করি, দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক চলচ্চিত্রের মিশেলে আয়োজিত এ উৎসব চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা মেটাবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে ছয় দশক ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি ডাকসু অনুমোদিত এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সংগঠনটির সঞ্চালকের দায়িত্ব পালন করে আসছেন।