বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজ বুধবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক একটি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। ‘উন্নয়ন ক্ষেত্রে তরুণ চলচ্চিত্র নির্মাতা’ শিরোনামের এই প্রতিযোগিতাটি আয়োজন করে যৌথভাবে নেদারল্যান্ডস উন্নয়ন সংস্থা (এসএনভি) এবং এনলিভেন সিনেমা ক্লাব।
দীর্ঘ সাত মাসব্যাপী চালিত এই চলচ্চিত্র প্রতিযোগিতা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছোট পরিসরে। কিন্তু ব্যাপক সাড়া পাওয়ার পর আয়োজক কমিটি এসএনভির কাজের সাথে সম্পর্কিত তিনটি বিষয়ে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আগ্রহীদের তাঁদের ভাবনা তুলে ধরার সুযোগ করে দেয়।
গত বছরের অক্টোবরে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ১১৭টি দল থেকে বাছাইকৃত ২৪টি দলকে নিয়ে তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয় যেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, গার্মেন্টকর্মীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং ইনক্লোসিভ বিজনেস মডেল সম্পর্কে বিস্তারিত জানানো হয় এবং তাদের নিজ নিজ চলচ্চিত্রের ধারণাপত্র জমা দিতে বলা হয়।
এসএনভি বাংলাদেশে যেসব ক্ষেত্রে কাজ করে থাকে, তার মধ্যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, গার্মেন্টকর্মীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং ইনক্লোসিভ বিজনেস মডেল অন্যতম।
বাছাইকৃত নয়টি দলকে গণসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে এমন চলচ্চিত্র নির্মাণ করতে বলা হয়। এখান থেকে সেরা নয় দলকে বাছাই করা হয় চলচ্চিত্র নির্মাণের জন্য এবং তাদেরই নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি),ঢাকার ইএমকে সেন্টার ও গ্রিন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।
সাত মাসের দীর্ঘ এই আয়োজনের সমাপ্তি টানা হয় একটি সেরা দল বাছাইয়ের মাধ্যমে। প্রতিযোগিতায় সেরা দল হিসেবে নির্বাচিত হয় গ্রিন বিশ্ববিদ্যালয় দল ‘ক্রিয়েটিভ আইস’। তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘মাই গার্মেন্ট, মাই ফ্যামিলি’।
এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দল ‘হাই হোপস’ দ্বিতীয় স্থান ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ দল ‘কালার মেমব্রেন’ তৃতীয় স্থান অর্জন করে।
চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন আসিফ আবেদিন, শাহেদ আলী, আদনান কবির, যারিন যেবা খান এবং মুজিবর রহমান খান।
সমাপনী বক্তব্যে এনলিভেন সিনেমা ক্লাবের প্রতিষ্ঠাতা ও তরুণ চলচ্চিত্র নির্মাতা আদনান কবির বিশেষ ধন্যবাদ জানান নেদারল্যান্ডস উন্নয়ন সংস্থা (এসএনভি), সব দর্শক, প্রতিযোগী, সব দলসহ সাংবাদিকদের এবং পরবর্তী সময়ে প্রত্যেকের সহায়তা কামনা করেন।