ঢাবিতে ‘ড. সিরাজুল হক স্বর্ণপদক’ প্রবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল হক এবং মাহযুযা হক স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। এই স্বর্ণপদক প্রবর্তনের লক্ষ্যে প্রয়াত ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল হকের ছেলে মো. মনসুরুল হক আট লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে ‘ ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল হক এবং মাহযুযা হক স্বর্ণপদক’ প্রদান করা হবে।
আজ রোববার দুপুরে উপাচার্য দপ্ততরে এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত ড. সিরাজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি ১৯০২ সালে নোয়াখালী জেলার ভোলাকোট গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৫ সালের ৪ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন।