মৌলবাদ রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরি করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, বাংলাদেশে ধর্মভিত্তিক মৌলবাদ সৃষ্টি করেছে মূলধারার রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র। মূল ধারার সরকারের মধ্যে আরেকটি সরকার। মূল ধারার অর্থনীতির মধ্যে আরেকটি অর্থনীতি যাকে বলা হয় মৌলবাদের অর্থনীতি।
আজ শুক্রবার ‘দক্ষিণ এশিয়ায় মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও নারী প্রতিরোধ’ শীর্ষক এক আলোচনা সভায় আবুল বারকাত এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই আলোচনা সভার আয়োজন করে ‘বাংলার পাঠশালা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।
আলোচনা সভায় আবুল বারকাত বলেন, সাম্প্রদায়িকতার অনগ্রসর-পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গি দেশকে হাজার বছর পিছিয়ে দিতে পারে। তাই দেশ বাঁচাতে সাম্প্রদায়িকতা ও মৌলবাদী শক্তির গতিরোধ করতে হবে।
আবুল বারকাত বলেন, জঙ্গিদের অস্ত্রের উৎস সম্পর্কে সরকারের যা কিছু জানা আছে তা অতি দ্রুত গণমাধ্যমে প্রচার করা দরকার। তা ছাড়া জঙ্গিদের সংশ্লিষ্ট সব সম্পদ বাজেয়াপ্ত করাসহ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৮টি অধিবেশন হয়। প্রথম অধিবেশনে (আগামীর দক্ষিণ এশিয়া ও তার প্রতিবন্ধকতা) উদ্বোধনী বক্তব্য দেন অধ্যাপক ড. অজয় রায়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবুল বারকাত।
দ্বিতীয় অধিবেশনে ‘মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি বিচার-প্রসঙ্গে’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেন অধ্যাপক ড. আবুল বারকাত। এ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. পবিত্র সরকার।