বিনিয়োগের চিন্তা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, ‘সরকারকে যে সবসময় বিনিয়োগ করতে হবে বিষয়টি এমন নয়। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থনীতির উন্নয়নের জন্য অভিনব পদ্ধতি নিজেদেরই আবিষ্কার করতে হবে।’
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের ৫৫ বছর পূর্তি ও দ্বিতীয় অ্যালামনাই পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা আরো বলেন, ‘বাংলাদেশের বিদেশি সহায়তা নেওয়ার দিন শেষ। এখন দেশের সম্পত্তিকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, সরকারি কর্মকমিশনের সদস্য সমর পাল, সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. মো. সোহরাব উদ্দিন, পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মো. রিপতার হোসেন, অধ্যাপক সুশান্ত কুমার ভট্টাচার্য প্রমুখ।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে পরিসংখ্যানবিষয়ক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকাল ৯টায় সিনেট ভবনে ‘স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।