রাবিতে দলীয় কর্মীকে পেটাল ছাত্রলীগ
বাংলাদেশ-ওমানের মধ্যকার খেলা দেখাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দলীয় এক কর্মীকে পিটিয়ে আহত করেছে অন্যপক্ষের কর্মীরা। গতকাল রোববার মাদার বখশ হলের টিভি কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী নাঈম আহমেদ ভাষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটানার পর তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে পরিচিত।
মারধরের ঘটনায় ছাত্রলীগকর্মী রিফাত, আরাফাত, বাপ্পী জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকির অনুসারী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ-ওমানের মধ্যে গতকালকের ম্যাচে তামিম ইকবাল সেঞ্চুরি করলে সবাই নাচানাচি করে তা উদযাপন করছিল। এ সময় নাঈম খেলা না দেখতে পেয়ে সামনে বসা ছাত্রলীগকর্মী রিফাতসহ অন্যদের শান্ত হতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে খেলা শেষে নাঈমকে পেটায় রিফাত, আরাফাত, বাপ্পীসহ অন্যরা। পরে সেখান থেকে নাঈমকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী নাঈম বলেন, ‘খেলা দেখার সময় তাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে খেলা দেখা যাচ্ছে না বললে তাঁরা আমাকে বাইরে এনে বেধড়ক মারধর করেন।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এর মধ্যে আরাফাত ও বাপ্পী মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী নয়। তাই তাদের হল থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগকর্মী রিফাত বলেন, ‘নাঈম তাঁর সিনিয়র ভাই আরাফাতের ওপর অকারণে চড়াও হয়। এ জন্য আমরা তাকে একটু শাসন করেছি।’