আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে রাবি ও জাবি
আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার রাবি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক রাবি। অন্যদিকে দুপুর ২টায় দ্বিতীয় সেমিফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছয় উইকেটে হারিয়ে জাবি তাদের ফাইনাল নিশ্চিত করে।
প্রথম সেমিফাইলালে টস জিতে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বোচ্চ ৯০ রান সংগ্রহ করে ম্যাচসেরা হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিমেল।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ১১০ রান সংগ্রহ করে ইসলামী বিশ্ববিদ্যালয়। ১১১ রানের টার্গেটে খেলতে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চার উইকেট হারিয়ে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।
এ ছাড়া মঙ্গলবার সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মুখোমুখি হবে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।