রাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব সমাজকর্ম দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবির) সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে একটি আলোচনা সভা হয়।
আলোচনা সভায় সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিনের সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ফখরুল ইসলাম ও সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. এমাজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের ব্যক্তি মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে যেন মানবতাবোধের উন্মেষ ঘটে। এ আলোচনা সভার মাধ্যমে সমাজের সবার মধ্যে যেন মানবতাবোধ ছড়িয়ে পড়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।