তরুণদের সামনে রেখে সরকার ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। এই বিশালসংখ্যক তরুণদেরই দেশকে এগিয়ে নিতে হবে। সে জন্য এই তরুণদের সামনে রেখে বর্তমান সরকার ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের গ্যালারিতে আয়োজিত ‘ইয়ুথফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, তরুণদের জন্য সরকারের নানা কর্মসূচি আছে। তাই কোনো হতাশায় না ডুবে তরুণদের তৈরি হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের অশিক্ষিত শ্রমজীবীরাই আজকের মধ্যপ্রাচ্য গড়ে তুলেছে। এভাবে পৃথিবীর সব জায়গাতেই বাংলাদেশিরা অবদান রাখছে। বাংলাদেশকে বাদ দিয়ে পৃথিবী এগিয়ে যেতে পারবে না। পৃথিবীর অগ্রযাত্রায় বাংলাদেশের তরুণরাই অগ্রণী ভূমিকা রাখবে।
রাজশাহী বিভাগের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ইয়ুথফেস্টের আয়োজন করে। দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ পর্বে ইয়ুথফেস্টের রাজশাহী বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনু এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।