রাবিতে নাটকের মহড়া চলাকালে ৫ শিক্ষার্থী অসুস্থ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকের মহড়া চলাকালে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ভূমিকা ও সমাপ্তি এবং দ্বিতীয় বর্ষের মনজুরুল, মুকুল ও তারেক। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে (রামেক) ভর্তি করা হয়েছে।
নাট্যকলা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিভাগের আয়োজনে রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকের প্রদর্শনী ছিল। এ উপলক্ষে দুপুরে বিভাগে নাটকটির মহড়া চলছিল। এ সময় আগে থেকে অসুস্থ থাকা শিক্ষার্থী সমাপ্তি বমি করেন। তখন বাকি চারজনও হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য রামেকে ভর্তি করা হয়।
নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার কবির জানান, মহড়ার সময় হঠাৎ পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাঁরা অসুস্থ হতে পারেন।
তবে বিভাগের কয়েকজন শিক্ষক জানান, মহড়ায় বেশি পরিশ্রম হওয়াতে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ তিন ছাত্রকে ৩৮ নম্বর ওয়ার্ডে ও দুই ছাত্রীকে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।