পাকিস্তান দিবসের ক্রোড়পত্র ছাপানোয় ডেইলি স্টারে অগ্নিসংযোগ
পাকিস্তান দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ছাপানোয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে অগ্নিসংযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের টিভিরুমে এ ঘটনা ঘটে।
২৩ মার্চ সংখ্যার দশম পৃষ্ঠায় পাকিস্তান দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ছাপায় পত্রিকাটি। এতে পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনূন হোসাইন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সুজা আলমের বাণী রয়েছে।
ডেইলি স্টারে পাকিস্তান দিবসের ক্রোড়পত্র ছাপানোকে নজিরবিহীন দাবি করে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেক হাসান বলেন, ‘বাংলাদেশের একটি পরিচিত জাতীয় দৈনিকে পাকিস্তান দিবস নিয়ে ক্রোড়পত্র ছাপানো হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না। এর প্রতিবাদ হিসেবে আমরা পত্রিকাটিতে অগ্নিসংযোগ করেছি।’
১৯৪০ সালের লাহোরের মিন্টো পার্কে ২২ থেকে ২৪ মার্চ নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিন ২৩ মার্চ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশের দাবি জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা এ কে ফজলুল হক। সম্মেলনে প্রস্তাবটি অনুমোদিত হয়। পরে প্রস্তাবটিকে পাকিস্তান প্রস্তাব হিসেবে অভিহিত হয়। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে দিনটি পাকিস্তান দিবস হিসেবে পালিত হয়ে আসছে।