সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন ৩০ মার্চ
আগামী ৩০ মার্চ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ সমর্থিত) চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়াও’ এ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহার্দি চক্রবর্ত্তী রিন্টু।
লিখিত বক্তব্যে রিন্টু বলেন, ‘আমরা এমন সময় সম্মেলনের আয়োজন করেছি, যখন ছাত্রজনতা মনুষ্যত্ব-বিবেকের প্রতি বর্বরতার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করছে। রাতের আঁধারে পড়ে থাকা সোহাগী জাহান তনুর নিথর দেহ জানিয়ে দিয়ে গেল, দেশের মানুষের জীবনের নিরাপত্তা আজ কোথাও নেই। ছাত্রজনতা প্রতিবাদে সোচ্চার হলেও সরকারের তাতে ভ্রুক্ষেপ নেই। বরং অতীতের মতোই এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।’
ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে একদিকে শিক্ষার ব্যয় বৃদ্ধি করা হচ্ছে আর অন্যদিকে শিক্ষাব্যবস্থার মধ্যে ব্যাপক দুর্নীতির মাধ্যম শিক্ষার মূল উদ্দেশ্যকেই হত্যা করা হচ্ছে। শিক্ষাজীবনের শুরু থেকে যে আয়োজনে শিক্ষা দেওয়া হচ্ছে তাতে কল্পনা শক্তি দূরে থাক শিশুমনের আনন্দ কৌতূহল সবই মাটি হয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সাইফুজ্জামান সাকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মলয় সরকার, সদস্য নাঈমা খালেদ মনিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার, সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী।