যবিপ্রবিতে ৫ শিক্ষার্থী ও এক প্রহরীকে বহিষ্কারের সুপারিশ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নিরাপত্তা প্রহরীকে মারপিটের ঘটনায় পাঁচ শিক্ষার্থী ও ওই নিরাপত্তা প্রহরীকে বহিষ্কারের সুপারিশ করেছ তদন্ত কমিটি। তারা এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং আরো দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে চাকরি থেকে বহিষ্কারের সুপারিশও করেছে তদন্ত কমিটি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান জানান, জিইবিটি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র নাসির উদ্দীনকে আজীবন, মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র কামরুজ্জামান কামাল ও জিইবিটি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. রাশিদুজ্জামান রাজনকে এক বছরের জন্য, মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্সের ছাত্র রুমেল পারভেজ ও একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সাজেদুর রহমান শপুকে বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তার বলেন, আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মিটিংয়ে তদন্ত কমিটির সুপারিশ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর রিজেন্ট কমিটির পরবর্তী মিটিংয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছরের ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে যবিপ্রবির জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে মারপিটের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। হাসপাতালে ভর্তি করা হয় বদিউজ্জামান বাদলকে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।