ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার পেলেন আতাউর ও মহাদেব
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক কবি আতাউর রহমান ও সাবেক শিক্ষার্থী কবি মহাদেব সাহাকে ‘কলাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার-২০১৫’ দেওয়া হয়েছে।
আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অ্যালামনাইয়ের দ্বিতীয় ও শেষদিনে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।
অধ্যাপক পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
এদিকে কবি আপেল আবদুল্লাহকে সভাপতি ও অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলা বিভাগের প্রথম অ্যালামনাই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কোষাধ্যক্ষ করা হয়েছে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেনকে (অনিক মাহমুদ)। পরবর্তী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিভাগ সূত্রে জানানো হয়।
আজ সম্মিলনের শেষদিনে বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আবদুল খালেক, এম এ আউয়াল, আবু বকর সিদ্দিক, শেখ আতাউর রহমান, জুলফিকার মতিনসহ অন্যান্য ও পরলোকগমনকারী শিক্ষকদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক অমৃত লাল বালা।
গতকাল শুক্রবার বাংলা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলনের উদ্বোধন করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক। দুই দিনব্যাপী এই অ্যালামনাই নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শেষ হয়।