ঢাবির শিক্ষার্থী লাঞ্ছিত, হলের কর্মচারীর কারাদণ্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় মোহাম্মদ আলী নামের এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এ সাজা দেওয়া হয়।
মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কর্মচারী এবং সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করেন।
সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা জানান, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এক ছাত্রী হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লন্ড্রির সামনে গেলে মোহাম্মদ আলী তাঁর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে হলের অন্য ছাত্রীরা ঘটনাস্থলে এসে আলীকে আটকে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এম আমজাদ, হলের প্রাধ্যক্ষ নীলুফার নাহারসহ হলের আবাসিক শিক্ষকরা আলীকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসেন। আদালতে আলীকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণে ওই কর্মচারীকে পুলিশে সোপর্দ করি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।’