বিকাশের সহযোগিতায় যশোরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় যশোরের সেক্রেড হার্ট হাই স্কুলে শুরু হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি।
গত বৃহস্পতিবার, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিকাশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সাবের শরিফ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ এবং সেক্রেড হার্ট হাই স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার লুচি উপস্থিত ছিলেন।
এই বইপড়া কর্মসূচির মাধ্যমে সেক্রেড হার্ট হাই স্কুলের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বছরে ১২ থেকে ১৬টি করে বই পড়ার সুযোগ পাবে।
স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’- এ সহায়তা প্রদানের উদ্দেশে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ২০১৬ সালে ৩৫ হাজার বই দিয়েছে বিকাশ।
বিকাশের প্রদত্ত এই বই দিয়ে ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বছর ৩০ শিক্ষার্থীকে বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে এই কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখ ছাত্রছাত্রী অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৪ সাল থেকেই বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সাথে সম্পৃক্ত রয়েছে। ২০১৪ ও ২০১৫ সালে বিকাশ এই কর্মসূচির জন্য যথাক্রমে ৩৪ হাজার ও ৩০ হাজার বই প্রদান করেছিল।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ ব্যাংকিং সেবা বহির্ভূত বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে নানা ধরনের মোবাইল সার্ভিস সেবা চালু করেছে।
বাংলাদেশের ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন, বিশ্বব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বিকাশ।